পাশেই রেলওয়ে সেতু নির্মিত হওয়ায় যমুনা সেতুর ওপর পরিত্যক্ত অবস্থায় থাকা রেলওয়ে ট্র্যাকটি অপসারণ চেয়ে সেতু বিভাগে পৃথক চিঠি দিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও যমুনা সেতু কর্তৃপক্ষ। সেই সঙ্গে যানবাহন চলাচলের সুবিধার্থে সেতুর ওপর চলমান দুটি লেন প্রশস্তকরণের প্রস্তাব দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সেতুর ওপরের লেনগুলো সর্বনিম্ব ৭.৩ মিটার থাকার নিয়ম থাকলেও যমুনা সেতুতে রয়েছে মাত্র ৬.৩ মিটার। তাই রেলওয়ে ট্র্যাকটি অপসারণ করে সড়ক প্রশস্ত করা হলে সেতুর ওপরের যানজট ও দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে বলে চিঠিতে দাবি করা হয়েছে।