চাঁপাইনবাবগঞ্জ থেকে ধুমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতীসহ সব আন্তনগর ট্রেন চালুর আট দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সুজন জেলা সভাপতি আসলাম কবীর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আসাহাক আলী, ডা. ইসমাইল হোসেন, ডা. মাহফুজুর রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, যমুনা রেলসেতু থেকে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন পর্যন্ত নতুন ডাবল লাইন স্থাপন, পুরোনো রেললাইন সংস্কার ও সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণসহ যাত্রীসেবা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।