ময়মনসিংহের গফরগাঁওয়ে চোর সন্দেহে হাইদুল আকন্দ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাগলা থানার বাইলনা গ্রামে রবিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত হাইদুল হাটুরিয়া গ্রামের ওবেদ আলী আকন্দের ছেলে। তিনি বাইলনা এলাকায় বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। জানা যায়, ভোররাতে অজ্ঞাত লোকজন হাইদুলকে চোর সন্দেহে পিটুনি দিয়ে ফেলে যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর আধা ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।