দীর্ঘ পাঁচ বছর ধরে আটকে রাখা মরিয়ম বিবি (৬৫) নামের এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শহরের অনাথের মোড় এলাকার গনি ভবনের তৃতীয় তলার আবদুল কাদেরের ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করা গৃহকর্মী মরিয়ম বিবিকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
পুলিশ ও মরিয়ম বিবির পরিবার সূত্রে জানা যায়, শহরের আলীপুর মহল্লার মৃত রহিম উদ্দিনের স্ত্রী মরিয়ম বিবি ঝিলটুলীর অনাথের মোড় এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবদুল কাদেরের ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করেন। দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন জনের কাছে ধরনা দিয়েও আবদুল মতিন তার মাকে সেই বাসা থেকে আনতে পারেননি। সম্প্রতি আবদুল মতিন মাকে উদ্ধারের জন্য আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশনা পেয়ে গতকাল বিকালে কোতোয়ালি থানা পুলিশ ওই ফ্ল্যাট থেকে মরিয়ম বিবিকে উদ্ধার করে। কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান জানান, তাকে আজ আদালতে পাঠানো হবে।