নাটোরের সিংড়ায় যুবদল কর্মী সোহেলের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের মানুষ। গতকাল উপজেলার কলম ইউনিয়নের নূরপুর বাজারে এ মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, গত ১৮ এপ্রিল রাতে দুর্বৃত্তরা যুবদল কর্মী সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগের আলোকে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’