সাড়ে তিন বছরেও শেষ হয়নি মেহেরপুরে সেউটিয়া খালের ওপর যুগিন্দা-কুচুইখালী ব্রিজের নির্মাণকাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এ অবস্থা, বলছে এলাকাবাসী। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার ১০ গ্রামের লাখো মানুষ। সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাংকের সহায়তায় অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে মেহেরপুরের গাংনী উপজেলার কুচুইখালীতে সেউটিয়া খালের ওপর ৬০ মিটার ব্রিজ নির্মাণকাজ শুরু হয়। ২০২১-২২ অর্থ বছরের ৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুগিন্দা-কুচুইখালী ব্রিজ নির্মাণের কাজ পান কামারজানি সুমন জেভি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়, ২০২৩ সালের শেষের দিকে কাজ শেষ হওয়ার কথা ছিল। সাড়ে তিন বছরে পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। ওই এলাকার ১০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। যুগিন্দা গ্রামের ফজলুল হক বলেন, ব্রিজটির কাজ শেষ না হওয়ায় পাশের ঝুঁকিপূর্ণ ভাঙা ব্রিজ দিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। কৃষিপণ্য নিয়ে যেতে গ্রামবাসীকে চরম বেগ পেতে হয়। বিশেষ করে রাতে ও মুমূর্ষু রোগী নিয়ে গ্রামবাসীকে চরম সমস্যায় পড়তে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তিন থেকে চার দফায় কাজ করতে এলেও কাজ না করে চলে যায়। পাকুড়িয়া গ্রামের স্যালোইঞ্জিনচালিত নসিমনচালক রহিম বক্স বলেন, ১০ গ্রামের চলাচলের রাস্তা এটা। তবে একমাত্র ভাঙা ব্রিজটির জন্য এ রাস্তা দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ব্রিজ ধসে ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। তাছাড়া ব্রিজটায় ওঠানামা করাও অনেক বিপজ্জনক। মিঠু নামে একজন বলেন, ভাঙা ব্রিজের দুই পাশে রেলিং না থাকায় যাওয়া-আসার সময় মাঝে মধ্যে গরু-বাছুর নিচে পড়ে যায়। তাছাড়া ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে মাঝে মধ্যেই এখানে দুর্ঘটনা ঘটে। ভ্যান, নসিমন ও মোটরসাইকেল বাঁক ঘুরতে যেয়েও নিচে পড়ে যায়। ব্রিজটির কাজ শেষ হলে আমাদের কষ্ট লাঘব হবে। আমাদের দাবি দ্রুত ব্রিজটির কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া হোক। গাংনী উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজের কাজটি নির্ধারিত সময়ে শুরু করতে পারেনি। বারবার তাগাদা দেওয়া হয়েছে। তবে তাগাদা দিলে তারা কয়েক দিন কাজ করে আবার বন্ধ করে চলে যায়। এ জন্য বিলম্ব হয়েছে। কাজের মেয়াদও কয়েকবার বাড়ানো হয়েছে। এখন কাজ চলছে, জুনের মধ্যে এ ব্রিজের কাজ শেষ হবে, আশা করা যায়।
শিরোনাম
- রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার শেষ সময় আজ
- জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল
- শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- ঢামেক হাসপাতালে ভুয়া চিকিৎসকসহ দুইজন আটক
- আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী, জবানবন্দিতে সাবেক আইজিপি
- ‘কীসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন’, প্রশ্ন ওমর সানীর
- তাসকিনের বিরুদ্ধে জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ
- জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ
- ইসরায়েল মার্কা নির্বাচন চায় কারা
- যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পুঁজিবাজার: সূচকের বড় উত্থানে চলছে লেনদেন
- তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে
- লাগামহীন খুন সন্ত্রাস চাঁদাবাজি
- মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির জয়, ডি পলের অভিষেক
- ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার
- জামিন পেলেন সেই ফারাবী
- মিয়ানমারের ‘দুর্লভ খনিজে’ চোখ যুক্তরাষ্ট্রের
- ভূমিকম্পের পর এবার রাশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত
- অ্যাঙ্গোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভে নিহত ২২
- ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
সাড়ে তিন বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ
মাহবুবুল হক পোলেন, মেহেরপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর