ঈদের আগে যাত্রীভাড়া বৃদ্ধির দাবিতে পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌরুটে শতাধিক স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। গতকাল সকাল থেকে এ রুটে স্পিডবোট চলাচল বন্ধ রাখায় ঈদে ঘরমুখী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায়, ২০১১ সালে আরিচা-কাজিরহাট রুটে স্পিডবোট সার্ভিস চালু হয়। যার নিয়ন্ত্রণ ছিল দুই পাড়ের আওয়ামী লীগ নেতাদের হাতে। প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এ রুটে নৌপরিবহন কর্তৃপক্ষ জনপ্রতি যাত্রী ভাড়া ২১০ টাকা নির্ধারণ করে। কিছুদিন পর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, চালক বেতন ও অন্যান্য খরচের অযুহাতে বোট মালিকরা যাত্রী ভাড়া ২৫০ টাকা হারে আদায় করতে থাকেন। তবে ছাত্র-জনতার আন্দোলনে গত বছর ৫ আগস্ট থেকে প্রায় পাঁচ মাস বন্ধ থাকে এ রুটে স্পিডবোট সার্ভিস। কয়েক মাস আগে নতুন লাইসেন্স নিয়ে স্পিডবোট পুনরায় চালু করে সাধারণ ব্যবসায়ীরা। তবে আগের মতো তারা জনপ্রতি ২৫০ টাকা ভাড়া আদায় করতে থাকে। এ রুটের কাজিরহাট স্পিডবোট মালিক সমিতির সভাপতি রইস উদ্দিন বলেন, নৌপরিবহন কর্তৃপক্ষ মাস খানেক আগে এ রুটের জনপ্রতি যাত্রী ভাড়া নির্ধারণ করে ২১০ টাকা। এতে আমাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমাদের মালিক সমিতি যাত্রী ভাড়া ২৫০ করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করলেও, কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। মালিকরা আরও জানান, ঈদসহ যেকোনো পার্বণে যাত্রী চাপ বৃদ্ধি পায়। তবে আরিচা থেকে কাজিরহাট যাত্রী নিয়ে গেলেও ফেরার পথে শূন্য অবস্থায় ফিরতে হয়। এতে লোকসান গুণতে হয় আমাদের। সার্বিক বিবেচনায় কমপক্ষে ২৫০ টাকা হারে যাত্রী ভাড়া নির্ধারণের দাবিতে গতকাল থেকে স্পিডবোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইডব্লিউটিএ আরিচা ট্রাফিক সুপারভাইজার আফসার আলী জানান, সকাল থেকে ভাড়া বৃদ্ধির দাবিতে স্পিডবোড চলাচল বন্ধ রয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা ঘাট এলাকা পরিদর্শন করেছেন। বিআইডব্লিউটিএর নগরবাড়ি-কাজিরহাট ঘাট কার্যালয়ের পোর্ট অফিসার আবদুল ওয়াকিল বলেন, স্পিডবোট মালিক সমিতি থেকে ভাড়া বৃদ্ধির জন্য একটি আবেদন করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় প্রায় এক মাস আগে স্পিডবোট ভাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে, লঞ্চ-ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রায় কোনো সমস্যা হবে না।
শিরোনাম
- শেখ হাসিনার কন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
কাজিরহাট-আরিচা স্পিডবোট বন্ধ
চরম ভোগান্তি যাত্রীসাধারণের
এস এ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ব্রহ্মপূত্রের ওপর চীন বাঁধ নয় ‘ওয়াটার বোমা’ তৈরি করছে : অরুণাচলের মুখ্যমন্ত্রী
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শেখ হাসিনার কন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৩৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম