নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬ ঘণ্টা পর আবির হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, ভারী কোনো বস্তু দিয়ে মাথা থেঁতলে তাকে হত্যা করা হয়েছে। আবির হোসেন বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজের স্বজনরা জানান, বিকাল ৩টার দিকে বাইসাইকেল নিয়ে আবির বাড়ি থেকে বের হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ভুট্টার শুকনা গাছ দিয়ে ঢেকে রাখা তার মাথা থেঁতলানো লাশ পাওয়া যায়। ইট বা ভারী কোনো বস্তু দিয়ে মাথা থেঁতলে আবিরকে হত্যা করা হয়েছে, ধারণা। পাশেই তার বাইসাইকেল ও স্যান্ডেল পাওয়া যায়। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি চাষ করতে ট্রাক্টর নেওয়ার সময় আইল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা (৬৫) খুন হয়েছেন। গতকাল উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্তের নাম হাশেম আলী। তিনি বছের আলীর ছেলে। ওসি মাহমুদুন্নবী বলেন, ঘটনার তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবু সামা বৃহস্পতিবার জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে হাশেমের জমির আইল ভেঙে যায়। এ নিয়ে চাচা ভাতিজার বিতর্ক হয়। গতকাল আবু সামা ছেলেকে নিয়ে হাশেম আলীর বাড়িতে যান। সেখানে ওই ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাশেম আলী চাচাকে কুপিয়ে জখম করে। আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
শিরোনাম
- জামায়াতের ৭ নেতাকর্মী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ফের গোলাগুলি
- ‘একটা দল ৩০০ আসনে নমিনেশন দিয়ে, এখন পিআরের কথা বলে’
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
- কেন্দুয়ায় সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১
- মেহেরপুর সীমান্তে বিজিবির ভারতীয় ওষুধ উদ্ধার
- কাপ্তাই হ্রদে পানি বিপদসীমার কাছাকাছি
- বাড্ডায় সড়ক দুর্ঘটনায় গাড়িচালক নিহত
- তালাকের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
- হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেফতার
- মেহেরপুরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
- নতুন মামলায় গ্রেপ্তার আতিকুল-পলক
- শরীরচর্চার অভ্যাসে বাড়ে মস্তিষ্কের কর্মক্ষমতা
- ফোন হ্যাং করছে বারবার, যেভাবে সমাধান করবেন
- উদ্বেগ বাড়াচ্ছে নৃশংস অপরাধের ক্রমবৃদ্ধি
- জুলাই আন্দোলনে আহত তন্বীর সম্মানে যে পদ খালি রাখলো ছাত্রদল
- যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
- ‘ফ্রেন্ডস’ তারকার মৃত্যু, দোষ স্বীকার নারীর
- শ্রীপুরে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
নৃশংস হত্যা স্কুলছাত্রকে
আইল ভাঙায় ভাতিজার হাতে চাচা খুন
নাটোর ও লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর