রাজশাহীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় শাহাদাৎ হোসেন বুলবুল (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়। সোমবার রাতে নগরীর আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, বুলবুলের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাঁকড়ামারী গ্রামে। স্কুলে যাতায়াতের পথে সে ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। ২৫ জুন স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে সে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর পরিবার চারঘাট থানায় মামলা করে। যুবককে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।