ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পানিতে ডুবে ঠাকুরগাঁওয়ে দুই ভাই, গাজীপুরে এক স্কুলছাত্র ও দিনাজপুরে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া : গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর শান্তিনগর এলাকায় একটি ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলো- শান্তিনগরের আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও মেয়ে জিন্নাত (৮)। স্থানীয়রা জানান, শান্তিনগরের একটি ডোবা থেকে প্রায় সময়ই শাপলা ফুল তুলতে যেত হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। পরদিন সকালে ডোবা থেকে দুজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সোহান ওই এলাকার সফিউল ইসলামের এবং সিয়াম দবিরুলের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
গাজীপুর : বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার মণিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে রিয়াজুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাত ৯টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিয়াজুল হাটখোলা এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত।
দিনাজপুর : খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া ডাক্তারপাড়ায় ঘটেছে। নিহত শিশু সিয়াম হোসেন (১৯ মাস) ওই পাড়ার জাকিউল ইসলামের ছেলে।