কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন চালু করা যাচ্ছে না। শুধু বিদ্যুৎ সংযোগের অভাবে অত্যাধুনিক এ মেশিনটি রোগীদের কোনো কাজে আসছে না। মূল্যবান যন্ত্রটি অচল পড়ে থাকায় রোগীদের বাধ্য হয়ে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম অথবা কক্সবাজার সদরে গিয়ে এক্স-রে পরীক্ষা করাতে হচ্ছে। ফলে বাড়তি খরচের পাশাপাশি রোগীর অবস্থা আরও খারাপ হয়ে পড়ছে। এ দুর্দশা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজরের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, দ্বীপের ২ লাখ বাসিন্দার চিকিৎসাসেবার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে দৈনিক শতাধিক রোগী সেবা গ্রহণ করে থাকে। কিন্তু এ উপজেলায় পরীক্ষানিরীক্ষার ব্যবস্থা না থাকায় বেশির ভাগ রোগীকে জেলা সদর হাসপাতালে পাঠাতে হয়।
বাঁ হাতে আঘাতের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যান ফরিদ উদ্দিন। চিকিৎসার সুবিধার্থে তাঁর হাত এক্স-রে করার পরামর্শ দেন চিকিৎসক। তবে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, কুতুবদিয়ায় এক্স-রে হবে না। এজন্য তাঁকে বাইরে গিয়ে এক্স-রে করাতে হবে। কিন্তু তাঁর হাতে টাকা না থাকায় বাইরে গিয়ে এক্স-রে করা সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হাসান বলেন, ‘এক্স-রে মেশিন পরিচালনার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে টেকনিশিয়ানের ব্যবস্থা করা হবে। কিন্তু এক্স-রে মেশিনটি সেবার জন্য স্থাপন করা হলেও সেবা দিতে না পারাটা দুঃখজনক। কুতুবদিয়া বিদ্যুৎ বিভাগকে বারবার বলা হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের উদাসীনতায় মেশিনটি চালু করা যাচ্ছে না।’ কুতুবদিয়া বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সুভাষকান্তি চৌধুরী বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এখন পর্যন্ত আবেদন করেনি। আবেদন জমা দিলে দ্রুত বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযোগের ব্যবস্থা করে দেওয়া হবে।’