শ্রীপুরে এক পরিবারের আট সদস্যই জন্মান্ধ। পরিবারটির বাস শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামে অসহায় এ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রকিফুল ইসলাম বাচ্চু। গতকাল দুপুরে ঘরটি বুঝিয়ে দেন তিনি। ঘর পেয়ে দারুণ খুশি পরিবারটি।
ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, এস এম মাহফুল হাসান হান্নান, জহিরুল ইসলাম প্রমুখ। পরিবারের সদস্য জাকির হোসেন বলেন, আমাদের কাজ করার ইচ্ছা থাকলেও চোখে না দেখায় তা হয়ে ওঠে না। দুই কক্ষের ঘরে একই জায়গায় খাবার খাওয়া ও গাদাগাদি করে থাকতে হতো।