চুরি-ডাকাতি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে। গতকাল ঝিনাইদহ-যশোর মহাসড়কের বাইপাস মোড় এলাকায় এ কর্মসূচিতে শিক্ষক, ইমাম-মোয়জ্জেন, ব্যবসায়ীসহ শত শত মানুষ অংশ নেয়। আলহেরা সোসাইটির চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, শরিফুল ইসলাম দুদু, মোস্তফা কামাল, এনামুল হক পল্টু প্রমুখ।
বক্তারা বলেন- দেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে। ফ্যাসিস্ট শ্রেণির কিছু লোক প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। অনেকে ভয়ে তাদের কিছু বলতে পারছে না। প্রতিবাদ করলে তাদের বিভিন্ন রকম ঝামেলায় পড়তে হচ্ছে। চাঁদা তাদের বাড়িতে দিয়ে
আসতে হচ্ছে। কাউকে বললে হুমকি-ধমকি প্রদান করছে তারা। অবিলম্বে এ সব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।