গাইবান্ধায় পানিতে ডুবে লাম মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার উত্তর হরিণসিংহা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার ছালাম মিয়ার ছেলে ও স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় লাম। পুকুরে ঝাঁপিয়ে পড়ে সে ওপরে না ওঠায় অন্য শিশুরা তাকে খোঁজাখুঁজি করে। খবর পেয়ে স্বজনরা তার লাশ উদ্ধার করে।