বরিশালের উজিরপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা নিহত হয়েছেন। গতকাল দুপুরে খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. শাহআলম খান (৬৫) ওই গ্রামের আবদুর রহমান খানের ছেলে। প্রতিবেশীরা জানান, শাহআলমের প্রথম স্ত্রীর সন্তান শাহরিয়ার শিমুল (৩৫) মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে বাদানুবাদ করতেন। রবিবার (গতকাল) বেলা ১১টার দিকে টাকা না দেওয়ায় বাবা-ছেলের ঝগড়া হয়। দুপুর দেড়টায় শাহআলম নামাজ পড়তে মসজিদের উদ্দেশে রওনা হলে শিমুল তার গলার নিচে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এসে শিমুলকে গাছের সঙ্গে বেঁধে রাখে। অতিরিক্ত রক্তক্ষরণে শাহআলম ঘটনাস্থলেই মারা যান। উজিরপুর থানার ওসি আবদুস সালাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।