কুষ্টিয়ার কুমারখালীতে নৈশপ্রহরীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এবং হাত ও পা বেঁধে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়। আসামিরা হলেন- উপজেলার শিলাইদহ এলাকার মানিকের ছেলে মো. রমজান ও নন্দলালপুর এলাকার ওয়াহিদুজ্জামানের ছেলে মামুন হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ জুলাই মধ্যরাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর এসবিসি ইটভাটায় হানা দেয় ৮-১০ জন ডাকাত। তারা ভাটায় ঢুকে প্রথমে নৈশপ্রহরী লেন্টু শেখের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ও হাত-পা বেঁধে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ইটভাটার একটি ট্রাক্টরে ইঞ্জিনসহ মাথার অংশ এবং অন্য একটি ট্রাক্টরের ব্যাটারি খুলে নিয়ে যায়। ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারির বাজারমূল্য প্রায় ১৬ লাখ ১২ হাজার টাকা। এ ঘটনায় পরদিন ইটভাটার মালিক খোন্দকার সাজ্জাদুল হক মামলা করেন। গত শনিবার নিজ বাড়ি থেকে রমজান ও মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পাবনা থেকে ডাকাতির মাল ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারি জব্দ করা হয়। কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তাররা ডাকাতির কথা স্বীকার করে ঘটনায় জড়িত আরও পাঁচজনের নাম জানিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।