চাঁদপুরে চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বহিষ্কার হওয়া নেতারা হলেন- হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন হাজী, জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, আনোয়ার হোসেন ভুঁইয়া।