বরগুনা শহরের কাপড়পট্টিতে সমন্বয়ক পরিচয়ে দোকানে হামলা ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বরগুনার পৌর শহরের গার্মেন্টসপট্টি এলাকায় এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন স্থানীয় বস্ত্র ব্যবসায়ীরা। গতকাল সন্ধ্যার পর ব্যবসায়ী নেতা ও স্থানীয় বিএনপি নেতাদের বিষয়টি নিয়ে সালিশি মীমাংসার কথা রয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. জসিম বলেন, আমি এ ঘটনার বিচার চাই। অভিযুক্ত সিনহা রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার মা ইয়াসমিন তানিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘একটা ঘটনা নিয়ে বসা হয়েছিল। সেখানে আমার ছেলে ভুল করেছে। সবাই মিলে বসে এর সমাধান করা দরকার।’
ঘটনার বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সমন্বয়ক মীর নিলয় বলেন, সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ অপরাধ করলে তার দায়-দায়িত্ব তার। আমরা ওসি সাহেবকে বলেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।