গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল পণ্ড করার অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান মিজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিজানুর রহমান সম্মেলন ও কাউন্সিল পণ্ড করার জন্য সংবাদ সম্মেলন, মহড়া ও প্যান্ডেলে আগুন দেন।