চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে পুলিশের পিরোজপুর শহরের আবাসিক বিলাস হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে জুয়েল শেখ নামে এক বালু ব্যবসায়ী মারুফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মারুফ পোদ্দার সম্প্রতি জুয়েল শেখ ও তার ব্যবসায়িক সহযোগী রিপনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি প্রতি মাসে ১ লাখ টাকা চাঁদা দেওয়ার কথাও বলেন। চাঁদা না দেওয়ায় তাদের মারধর ও খুন, জখমের হুমকি দেন। ৫ আগস্ট দুপুরে মারুফের নেতৃত্বে মিরন, মিলনসহ কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে শহরের বলেশ্বর ব্রিজসংলগ্ন জুয়েলের মালিকানাধীন মেসার্স রুমু এন্টারপ্রাইজের সামনে গিয়ে চাঁদা দাবি করেন। অস্বীকার করায় মারুফ হকিস্টিক দিয়ে জুয়েলকে পেটাতে থাকেন। রিপন বাধা দিলে তিনিসহ অন্যরা লাঠি ও রড দিয়ে দুজনকে মারধর করেন। পরে জুয়েল অফিসে ঢুকে দরজা বন্ধ করলেও মারুফ ও তার সহযোগীরা ভিতরে ঢুকে তার হাত-পা বেঁধে পেটাতে থাকেন। এ সময় তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যান এবং দাবি করা চাঁদা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দেবেন না বলে হুমকি দেন।
গ্রেপ্তারের আগে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে মারুফ দাবি করেন, এটি সম্পূর্ণ একটি সাজানো ঘটনা। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।