দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- গাইবান্ধা : মঙ্গলবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্তাপাড়ায় ট্রাক চাপায় নিহত হয়েছেন অটোভ্যানের দুই যাত্রী। এতে আহত হন ভ্যানচালক ও অন্য এক যাত্রী। নিহতরা হলেন- দিনাজপুরের হামিদুল ইসলাম (২৭) ও রকি মিয়া (২৮)। অন্যদিকে গতকাল দুপুরে একই উপজেলায় সাপমারা এলাকায় ট্রাকের নিহত হয়েছেন শামসুল ইসলাম (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী।
ময়মনসিংহ : ত্রিশালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। সকালে উপজেলার বাগান রাঘামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভালুকা উপজেলার আব্দুল মতিন (৪৫) ও হাফিজ উদ্দিন ৫৩)। ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিয়াল্লিশ্বর এলাকায় মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ হোসেন রাসেল (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। ঝিনাইদহ : মহেশপুরে পাওয়ার টিলার চাপায় অরণ্য (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় গতকাল পিকআপ চাপায় মনির মোল্লা (৪০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা পৌর এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।