দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় অবরোধকারীরা ট্রেনটি কিছু সময় আটকে রাখেন। গতকাল দুপুরে এসব কর্মসূচি পালন করে বোচাগঞ্জের লোকজন। পরে তারা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি ইউএনওর হাতে জমা দেন। আন্দোলনকারীরা বলেন, সেতাবগঞ্জ শিল্প এলাকা। এখানে জেলার একমাত্র চিনিকলসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি পাশের কয়েকটি উপজেলার মানুষও সেতাবগঞ্জ রেলস্টেশনের ওপর নির্ভরশীল। ব্যবসা-বাণিজ্যের প্রসার ও নিরাপদ যোগাযোগের স্বার্থে সেতাবগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বিরতি জরুরি। মো. নওশাদ আলী, রেদওয়ানুল কারীম রাবিদ, মাইনুল ইসলাম বুলু উপস্থিত ছিলেন।