নওগাঁর বদলগাছীতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেউলিয়া গ্রামের পলাশ চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। পলাশ চন্দ্র বলেন, আমি ঘুমিয়েছিলাম। কয়েকজন ব্যক্তি দরজার কাছে এসে পুলিশের লোক বলে ডাকতে থাকে। দরজা খুলে বারান্দায় পা দিতেই তারা ধারালো হাঁসুয়া গলায় ধরে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর আমার স্ত্রী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল নিয়ে নেয়।