পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা সাত দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। গতকাল সকালে বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির উদ্যোগে পাতিগ্রাম মোড়ে এ কর্মসূচি করা হয়। এতে দুটি গ্রামের সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন। ক্ষতিগ্রস্তরা বলেন, কয়লা তোলার সময় বিস্ফোরণে তীব্র কম্পন হয়। ভূমি দেবে যাওয়ায় আতঙ্ক নিয়ে বসবাস করছি।
দ্রুত সময়ে জনসাধারণের চলাচলের জন্য খনি এলাকার বাইপাস রাস্তাটি পূর্ণ মেরামত করতে হবে। চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকার ঘরে ঘরে স্থায়ী চাকরি দিতে হবে। মসজিদগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকার বাইরে নতুন করে পানি সংকট দেখা দিয়েছে, সেখানে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। স্থাপনার ফাটল পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নিলে খনি ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ফরাজি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সার্ভে করার জন্য বিদেশি বিশেষজ্ঞ ও বাংলাদেশি টিম রয়েছে। তারা প্রতি মাসে সার্ভে করে রিপোর্ট জমা দেন। ক্ষতিগ্রস্ত এলাকার ১৩ গ্রামের সার্ভের কাজ শেষ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।