দিনাজপুরের খানসামায় প্রায় ৬৮ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জব্দ গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। অভিযানের বিষয়টি বুঝতে পেরে আরেক কারবারি পালিয়ে যায়। গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।