নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনরত শিক্ষার্থীদের ওপর ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালকদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ গেটে এ ঘটনা ঘটে। এরপর অটোরিকশা চালকরা প্রায় ২ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রাখেন। এতে শহরজুড়ে যানজট সৃষ্টি হয়।
যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন, আমরা এক মাস ধরে শহরের যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। চেম্বার অব কমার্স এবং বিকেএমই থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকে বড় অটোরিকশা চাষাঢ়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাষাঢ়ায় প্রবেশ করে। তাদের বাধা দিলে আমাদের ওপর হামলা করা হয়। কয়েকজনকে মারধর করেছে তরা। উল্টো আমাদের ওপর দায় দিয়ে রাস্তা অবরোধ করেছে। অটোরিকশাচালক উজ্জ্বল বলেন, নিষেধ উপেক্ষা করে চাষাঢ়া গিয়েছি এটা অপরাধ। কিন্তু তারা আমাদের অটোরিকশার গ্লাস ভেঙে দিয়েছে। এসপি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, দুই পক্ষই ট্রাফিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সিদ্ধান্ত মানতে একমত হয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেছি।