খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টিও লাইসেন্সের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চাটমোহর উপজেলা শাখা উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করেছে। ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন- রফিকুল ইসলাম সোহেল, আবদুল মোতালিব, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সোহেল, বাবুল মিয়া বুদ্দু প্রমুখ।