গাছে হোয়াইট ফ্লাই (সাদা মাছি) পোকার আক্রমণে বাগেরহাটে ছয় বছরে নারকেল উৎপাদনে ধস নেমেছে। এ সময়ে উৎপাদন কমে গেছে প্রায় ৭০ ভাগ। একই সঙ্গে নারকেলের দাম এই সময়ে অনেক বেড়ে যাওয়ায় এ জেলায় বন্ধ হয়ে গেছে ৯৯টি অটো কোকোনাট অয়েল মিল। বাগেরহাট বিসিক শিল্প নগরীতে এখন ১০টি অটো কোকোনাট অয়েল মিল ধুকে ধুকে চলছে। এতে চার লক্ষাধিক মানুষের জীবন-জীবিকায় দেখা দিয়েছে অচলাবস্থা। বিসিক, কৃষি বিভাগ ও আটো কোকোনাট অয়েল মিল মালিক সমিতি সূত্রে এসব তথ্য জানা গেছে। কৃষি বিভাগ জানায়, বাগেরহাট জেলায় নারকেল গাছে আশঙ্কাজনক হারে হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ দেখা দেয় ২০১৯ সাল থেকে। এরপর থেকে নারকেল উৎপাদন আশঙ্কাজনক হারে কমতে থাকে। এ পোকার আক্রমণে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। গাছ মরে যাচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে বাগেরহাটে ৩ হাজার ৬৫৪ হেক্টর বাগানে মাত্র ৩৩ হাজার ৪৫০ টন নারকেল উৎপাদন হয়। বাগেরহাট জেলা কোকোনাট অয়েল মিল মালিক সমিতির সাবেক সভাপতি মো. শেখ জবেদ আলী বলেন, এক সময়ে এ জেলায় লক্ষাধিক টন নারকেল উৎপাদন হতো। এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল ১০৯টি অটো কোকোনাট অয়েল মিল। পোকার আক্রমণে ২০১৯ সাল থেকে নারকেল উৎপাদনে ধস নামে। এর পর জেলায় নারকেলের ফলন প্রায় ৭০ শতাংশ কমে গেছে। এ ছাড়া শুকনা নারকেলের দাম ব্যাপক বেড়েছে। এখন প্রতি পিস শুকনো নারকেলের দাম ১০০ থেকে ১৫০ টাকায় হওয়ায় এক এক করে ৯৯টি কোকোনাট অয়েল মিল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া বাগেরহাটের সববৃহৎ গ্রান্ড অটো কোকোনাট অয়েল মিল মালিক স্বপর কুমার বসু জানান, বাগেরহাটে নারকেল উৎপাদন যা হচ্ছে তার ৯০ শতাংশই কৃষকরা ডাব হিসেবে বিক্রি করে দিচ্ছেন। এ ছাড়া শুকনো বা ঝুনা নারকেল প্রতি পিস গড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকার বেশি দামে। বর্তমানে এক লিটার তেল উৎপাদন করতে গড়ে ১২টি নারকেলের প্রয়োজন হয়। এতে মিলে দাম পড়ে যায় কেজিপ্রতি প্রায় ১৫০০ টাকা। তবে বাজারে উৎপাদিত তেলের এই দাম না পাওয়ায় বন্ধ হয়ে গেছে ৯৯টি অটো কোকোনাট অয়েল মিল। বাগেরহাট বিসিকের উপব্যবস্থাপক মো. শরীফ সরদার জানান, এ জেলায় গড়ে উঠেছিল ১০৯টি আটো কোকোনাট অয়েল মিল। এখন মাত্র ১০টি অটো কোকোনাট অয়েল মিল ধুকে ধুকে চলছে। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন জানান, জেলায় নারকেল গাছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছির আক্রমণ ব্যাপক বেড়েছে। এটি ২০১৯ সাল থেকে শুরু হয়। কৃষি বিজ্ঞানী সরেজমিনে পর্যবেক্ষণ করে সমন্বিত বালাই দমন ব্যবস্থায় (আইপিএম) পোকা দমনে পরামর্শ দিয়েছে। কিন্তু এই পোকা দমনে আইপিএমের সঠিক গাইড লাইন এখন পর্যন্ত হয়নি। বিমানে ওষুধ ছিটিয়ে পোকা দমন করা সম্ভব হলে আবারও নারকেল উৎপাদনের সোনালি সময় ফিরে আসবে মনে করেন তিনি।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
বাগেরহাট
নারকেল উৎপাদনে ধস, বন্ধ ৯৯ মিল
নারকেল গাছে হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ চার লক্ষাধিক মানুষের জীবন-জীবিকায় অচলাবস্থা
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর