আদালতের আদেশে জুলাই আন্দোলনে শহীদ আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গার মাসুদ রানার লাশ তুলতে যান প্রশাসনের লোকজন। পরিবার ও গ্রামবাসীর আপত্তির মুখে গতকাল মৃতদেহ উত্তোলন না করেই ফিরে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঢাকা সিএমএম আদালতের আদেশে এ দিন লাশ তোলার জন্য কয়রাডাঙ্গা গ্রামে এসেছিলেন সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান, এসআই আবুল কালাম আজাদসহ জেলা পুলিশের টিম। জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ গোলচত্বরে গুলিবিদ্ধ হন মাসুদ রানা।