নওগাঁয় সালিশ বৈঠকে উপস্থিত থাকায় গোলাম হোসেন (৫২) নামে একজনকে প্রকাশ্যে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সুনলিয়া মালঞ্চি গ্রামে বুধবার রাতে ঘটনাটি ঘটে। গোলাম হোসেন ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। নিহতের চাচাতো ভাই নয়ন জানান, মালঞ্চি গ্রামের হারুনুর রশিদ ও আজাদ নামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে কিছুদিন আগে দুই পক্ষে সালিশ বৈঠকে বসে। সেখানে গোলাম হোসেন উপস্থিত ছিলেন এবং আজাদের পক্ষে কথা বলেন। এর জেরে বুধবার রাতে গোলাম হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় হারুনুর রশিদের। একপর্যায়ে হারুনের ছেলে অন্তর গোলাম হোসেনকে ছুরিকাঘাত করে। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি নুরে আলম সিদ্দিকী জানান, মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নওগাঁর রাণীনগরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হরিপুর গ্রামের ধান খেত থেকে গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। রাণীনগর থানার ওসি আবদুল হাফিজ মো. রায়হান জানান, গতকাল সকালে হরিপুর গ্রামের লোকজন আবাদপুকুর বাজারে যাওয়ার সময় ধান খেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।