রাজশাহীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দিন বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও ঝালকাঠিতে সড়কে প্রাণ গেছে আরও পাঁচ জনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজশাহী : চারঘাট উপজেলার শিশাতলা এলাকায় বিকালে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- চারঘাট উপজেলার চামটা গ্রামের শিমুল আলী (২৫), মোহাম্মদ আলী (২৬) ও মোহাম্মদ তুহিন। চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন লিডার খায়রুল ইসলাম জানান, রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
বাগেরহাট : মোংলা-খুলনা জাতীয় মহাসড়কে বাস উল্টে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস ও মোটরসাইকেলের সাত আরোহী। রামপাল উপজেলার তেঁতুলিয়া ব্রিজ এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মোংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাসের সঙ্গে খুলনা থেকে আসা সাতটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। বাসটি হার্ডব্রেক করলে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন বাস ও মোটরসাইকেলের সাত আরোহী।
ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোচালক ইউসুফ মিয়া (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি সদর উপজেলার মৈন্দ গ্রামে।
ঝালকাঠি : নলছিটিতে বাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আনোয়ার আকন (৩৮) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে।