ভারতীয় সীমান্তবর্তী জামালপুরের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে বন্য হাতির আক্রমণ। প্রায় প্রতি রাতেই বন্য হাতির দল হানা দিচ্ছে গ্রামগুলোতে। নির্বিচারে ধ্বংস করছে কৃষকের উঠতি ফসল ও বাড়িঘর। গ্রামবাসী রাত জেগে পাহাড়া দিয়েও ঠেকাতে পারছেনা বন্য হাতির দলকে।
ভারতীয় সীমান্তবর্তী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর,বাঘারচর, কুমারের চর ,পাথরের চরসহ ১০টি গ্রাম জুড়ে চলছে বন্য হাতির আক্রমণ। প্রায় এক সপ্তাহ যাবত সন্ধ্যার পর পরই ভারতীয় পাহাড়ী এলাকা থেকে এপাড়ে সমতল গ্রামগুলোতে নেমে আসে বন্য হাতির দল। রাতভর ফসলী জমি ও বাড়িঘরে তা-ব চালিয়ে ভোরের আলো ফোটার আগেই ফিরে যায় ভারতীয় পাহাড়ে।
গ্রামবাসীর অভিযোগ, সন্ধ্যা হলেই বিএসএফ কাঁটাতারের গেট খুলে দিয়ে পেছন থেকে সার্চ লাইটে তাড়া দিয়ে হাতির দলকে বাংলাদেশের গ্রামে নেমে আসতে সহায়তা করে। অন্যদিকে বিদ্যুৎ বা আলোর ব্যবস্থা না থাকায় কোনভাবেই হাতির দলকে গ্রাম থেকে সরানো যায় না। গ্রামবাসী রাত জেগে আগুন জ্বালিয়ে, পটকা ফুটিয়ে ও মাইকের শব্দ করে হাতির আক্রমণ থেকে ফসল ও বাড়িঘর রক্ষার চেষ্টা করছে। হাতির ভয়ে অনেকে বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে অন্য গ্রামে।
গেলো এক সপ্তাহে সীমান্তবর্তী ১০টি গ্রামে হাতির আক্রমণে নষ্ট হয়েছে ৩ হাজারের একরের বেশি ক্ষেতের উঠতি আমন ধান। হাতি আতঙ্কে সীমান্তবর্তী গ্রামবাসীর রাত কাটছে নির্ঘুম। আর দিনের বেলাটা কাটছে কিভাবে হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এই চিন্তায়।
মাখনের চর গ্রামের বাসিন্দা প্রাণি সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মিরপুর চিড়িয়াখানার সাবেক কিউরেটর প্রাণি বিশেষজ্ঞ ডা. মোছাদ্দেক হোসেন বলেন,' প্রতিবছরই ধানকাটার মৌসুম এলেই সীমান্তবর্তী গ্রামগুলোতে বেড়ে যায় বন্য হাতির আক্রমণ। এরা নষ্ট করে ফসলী জমি ও বাড়িঘর। হাতির আক্রমণে প্রাণহানীর ঘটনাও ঘটে। তিনি বলেন, পাহাড়ে খাবারের অভাবের কারণেই খাবারের খোঁজে তারা নেমে আসে সমতলে।
বিষয়টি স্বীকার করে জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, 'বন্য হাতির আক্রমণ থেকে গ্রামবাসীকে রক্ষায় ইতিমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। গ্রামবাসীর জন্য দুটি জেনারেটর, পর্যাপ্ত শক্তিশালী টর্চ ও সোলারের ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/শরীফ
শিরোনাম
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
- আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- বিমান বাহিনীর সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ
- শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে বাসার দরজায় দুদকের নোটিশ
- জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগ: নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
- তত্ত্বাবধায়ক সরকার গঠনে দলগুলোর ঐকমত্য আছে : আলী রীয়াজ
- প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে : আলী রীয়াজ
- গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন
- ভিসা নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
- উল্লাপাড়ার এলংজানি দাখিল মাদ্রাসায় পরপর দুই বছর শতভাগ ফেল
জামালপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে বন্য হাতির আক্রমণ
জামালপুর প্রতিনিধি
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর