ভারতীয় সীমান্তবর্তী জামালপুরের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে বন্য হাতির আক্রমণ। প্রায় প্রতি রাতেই বন্য হাতির দল হানা দিচ্ছে গ্রামগুলোতে। নির্বিচারে ধ্বংস করছে কৃষকের উঠতি ফসল ও বাড়িঘর। গ্রামবাসী রাত জেগে পাহাড়া দিয়েও ঠেকাতে পারছেনা বন্য হাতির দলকে।
ভারতীয় সীমান্তবর্তী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর,বাঘারচর, কুমারের চর ,পাথরের চরসহ ১০টি গ্রাম জুড়ে চলছে বন্য হাতির আক্রমণ। প্রায় এক সপ্তাহ যাবত সন্ধ্যার পর পরই ভারতীয় পাহাড়ী এলাকা থেকে এপাড়ে সমতল গ্রামগুলোতে নেমে আসে বন্য হাতির দল। রাতভর ফসলী জমি ও বাড়িঘরে তা-ব চালিয়ে ভোরের আলো ফোটার আগেই ফিরে যায় ভারতীয় পাহাড়ে।
গ্রামবাসীর অভিযোগ, সন্ধ্যা হলেই বিএসএফ কাঁটাতারের গেট খুলে দিয়ে পেছন থেকে সার্চ লাইটে তাড়া দিয়ে হাতির দলকে বাংলাদেশের গ্রামে নেমে আসতে সহায়তা করে। অন্যদিকে বিদ্যুৎ বা আলোর ব্যবস্থা না থাকায় কোনভাবেই হাতির দলকে গ্রাম থেকে সরানো যায় না। গ্রামবাসী রাত জেগে আগুন জ্বালিয়ে, পটকা ফুটিয়ে ও মাইকের শব্দ করে হাতির আক্রমণ থেকে ফসল ও বাড়িঘর রক্ষার চেষ্টা করছে। হাতির ভয়ে অনেকে বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে অন্য গ্রামে।
গেলো এক সপ্তাহে সীমান্তবর্তী ১০টি গ্রামে হাতির আক্রমণে নষ্ট হয়েছে ৩ হাজারের একরের বেশি ক্ষেতের উঠতি আমন ধান। হাতি আতঙ্কে সীমান্তবর্তী গ্রামবাসীর রাত কাটছে নির্ঘুম। আর দিনের বেলাটা কাটছে কিভাবে হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এই চিন্তায়।
মাখনের চর গ্রামের বাসিন্দা প্রাণি সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মিরপুর চিড়িয়াখানার সাবেক কিউরেটর প্রাণি বিশেষজ্ঞ ডা. মোছাদ্দেক হোসেন বলেন,' প্রতিবছরই ধানকাটার মৌসুম এলেই সীমান্তবর্তী গ্রামগুলোতে বেড়ে যায় বন্য হাতির আক্রমণ। এরা নষ্ট করে ফসলী জমি ও বাড়িঘর। হাতির আক্রমণে প্রাণহানীর ঘটনাও ঘটে। তিনি বলেন, পাহাড়ে খাবারের অভাবের কারণেই খাবারের খোঁজে তারা নেমে আসে সমতলে।
বিষয়টি স্বীকার করে জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, 'বন্য হাতির আক্রমণ থেকে গ্রামবাসীকে রক্ষায় ইতিমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। গ্রামবাসীর জন্য দুটি জেনারেটর, পর্যাপ্ত শক্তিশালী টর্চ ও সোলারের ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/শরীফ
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
জামালপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে বন্য হাতির আক্রমণ
জামালপুর প্রতিনিধি
অনলাইন ভার্সন
এই বিভাগের আরও খবর