নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে নাশকতা মামলায় চার্জ গঠন হওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়েছে।
নড়াইল সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে (নম্বর-৪৬.০৪৬.০২৭.২৫৭.২০১৫-১৩৩৩) উল্লেখ করা হয়েছে, নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলামের বিরুদ্ধে নড়াইল সদর থানার মামলা নং-২৬ তাং-২৭.১০.১৩, জিআর-৩০৭/১৩(এন)-এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) সংশোধিত] এর ১৩খ (১) ধারা অনুসারে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন