টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে আটকের প্রতিবাদের অর্ধদিবস হরতাল পালন করছে জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালন করা হবে বলে জানিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক এ তথ্য জানান। তিনি জানান, জেলা ছাত্রদলের সভাপতিকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে। তাই এই আটকের প্রতিবাদে এবং তার দ্রুত মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন