নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২৭ কর্মীকে আটক করেছে পুলিশ। অভিযানকালে নিয়মিত মামলার ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার ও আটক হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে, তাদের মধ্যে বিএনপির একজন ও জামায়াত-শিবিরের ২৬ কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর থানায় ১১ জন, কলারোয়ায় ছয় জন, তালায় চার জন, কালিগঞ্জে ছয় জন, আশাশুনিতে দুই জন, দেবহাটায় তিন জন, পাটকেলঘাটায় চার জন ও শ্যামনগরে দুই জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন