লক্ষ্মীপুর জেলার রায়পুরে শ্বশুরবাড়ি থেকে সবুজ মিয়া (৪০) নামে এক জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পূর্ব চরপাতা গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
সবুজ ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের ননা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ উপজেলার ননা মিয়ার ছেলে সবুজের সঙ্গে ১৫ বছর আগে চরপাতা ইউনিয়নের তোফায়েল আহম্মদে মেয়ে লিলু বেগমের বিয়ে হয়। সবুজের বাবার সঙ্গে বিরোধ চলায় বিয়ের পাঁচ বছর পর স্বামী-স্ত্রী দু’জন পূর্ব চরপাতা গ্রামের শ্বশুরবাড়িতে বসবাস করেন। বৃহস্পতিবার ভোরে স্ত্রী লিলু বেগমের বাড়ির পাশের বাগানের একটি গাছের সঙ্গে সবুজের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সকালে গিয়ে তার লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
নিহতের স্ত্রী লিলু বেগম জানান, সবুজের বাবার সঙ্গে তার বিরোধ চলে আসছিল। দরিদ্র হওয়ায় তিন ছেলেমেয়ে নিয়ে অভাবের সংসারের কারণে তার স্বামী আত্মহত্যা করতে পারে বলে দাবি করেন তিনি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন