নীলফামারী জেলার সৈয়দপুরের হাতিখানা ঈমামবাড়ার খাদেম হাসনাঈনকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে তার ঘাড়ের অনেকটা অংশ কেটে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাগরিবের নামাজ পড়ার সময় পেছন থেকে কে বা কারা ধারালো অস্ত্র দিযে তার ঘাড়ে আঘাত করে পালিযে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, কে বা কারা এ হামলা করেছে তা তদন্ত করে বের করা হবে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব