ময়মনসিংহে নাদিরা আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে শহরতলীর গন্ডফার ইটাখলা এলাকা থেকে পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে।
নিহত নাদিরা জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং নাদিরা শহরের মাসকান্দা এলাকার ইউনুছ আলীর মেয়ে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী বিকেল চারটার দিকে গন্ডফার ইটাখলা এলাকার একটি ধানক্ষেতে লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে গলাকাটা লাশ উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী জানান, একটি মাইক্রোবাস করে কয়েকজন ব্যাক্তি বিকেল ৪টার দিকে লাশ স্থানীয় ধানক্ষেতে ফেলে দেয়। পরে তারা দ্রুত মুক্তাগাছা এলাকার দিকে চলে যায়।
কোতোয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব