চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি মাঠে হাত ও মুখ বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছেন পথচারীরা। শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ভুলটিয়া গ্রামের ময়না ভাগাড়ের মাঠে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
সদর উপজেলার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বায়জিদ জানান, তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছেন।
সরোজগঞ্জের স্থানীয় সাংবাদিক জিয়াউর রহমান সকাল সাড়ে ৮টার দিকে জানান, সদর উপজেলার ভুলটিয়া গ্রামের ময়না ভাগাড়ের মাঠে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে আছে। তার বয়স বয়স ৩৮-৪০। লাশের হাত ও মুখ গামছা দিয়ে বাঁধা। নিহতের গায়ে নীল-সাদা চেক শার্ট ও পরনে বিস্কুট রঙের ফুলপ্যান্ট, পায়ে বেল্টবিহীন বাটার স্যান্ডেল রয়েছে। তার মাথায় গুলির চিহ্ন। গুলিতে মাথার একাংশ উড়ে গেছে। সম্ভবত খুব কাছ থেকে গুলি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ