নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৭তম জন্মবাষিকী উদযাপন করেছে জামালপুরের হুমায়ুন ভক্তরা। এদিন জামালপুরের হুমায়ুন ভক্তরা দিনব্যাপী হুমায়ুন উৎসবের আয়োজন করে। আয়োজনের অংশ হিসেবে শুক্রবার সকালে স্থানীয় বকুলতলা মোড় থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক তারিকুল ফেরদৌস, ডা. এম এ তাহের, ফজলে রাব্বি সৌরভ, রিফাত ও আতিক। এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করেছে তারা।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ