সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের চাপায় প্রাইভেটকার চালকসহ ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে ঝাঐল ওভারব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা জেলা সদরের শংকরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে চালক বিল্লাল হোসেন (৩০) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের সাইফুল ইসলাম খন্দকারের ছেলে গোলাম রাব্বী নীল (২৮)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ও যাত্রী নিহত হন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৫/শরীফ