চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির মফিজুর রহমান জোয়ার্দ্দারকে (৪৫) আটক করেছে বিজিবি-পুলিশ সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে শহরের গুলশানপাড়ার বাড়ি থেকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা বোয়ালমারী গ্রামের মতিয়ার রহমান জোয়ার্দ্দারের ছেলে শহরের গুলশানপাড়ার বাসিন্দা মফিজুর রহমান জোয়ার্দ্দারকে নাশকতার অভিযোগ আটক করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার এএসআই শাহ আলম জানান, চলতি বছরের ২৫ জানুয়ারি নাশকতামূলক কাজে সম্পৃক্ত ও পুলিশের কাজে বাধা দেওয়া সংক্রান্ত একটি মামলায় আটক মফিজুর রহমান জোয়ার্দ্দারকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব