পাবনায় র্যাব অভিযান চালিয়ে দুই হাজার ছয়শত আটষট্টি পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে জেলার ঈম্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ৩ মাদক ব্যাবসায়ীরা হলো ফতে মোহাম্মদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোহা: আব্দুল্লাহ (৩৫), রহিমপুর গ্রামের কালু মন্ডলের ছেলে নিলু মন্ডল ((২৭) ও ফতে মোহাম্মদপুর গ্রামের মানিক হোসেনের ছেলে স্বপন (২০)।
আজ শুক্রবার দুপুরে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার শেখ মনিরুজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা অপর একটি ব্যবসায়ী চক্রের নিকট বিক্রির জন্যে অবস্থান করছিল বলেও তারা উল্লেখ করেন। এ সময় তারা ২ টি মোবাইল সেট ও ২ হাজার ৬ শত আটষট্টি পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর ঈশ্বরদী থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে বলেও র্যাব জানান।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন