চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ পৌরসভা।
শুক্রবার বেলা ১১টায় নগরীরর টাউন হল মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
পৌরসভার উদ্যোগে ৫ম বারের মত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেন ময়মনসিংহের পৌর মেয়র ইকরামূল হক টিটু। অনুষ্ঠানে মোট ১ হাজার ২’শ ৯৩ জন কৃতি শিক্ষার্থাকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মুমিনুন্নিসা সরকারী কলেজের অধ্যক্ষ এন.এম শাহজাহান সরকার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রফিক ও সংবর্ধনা কমিটির আহবায়ক কাউন্সিলর মাহবুবুর রহমান হেলাল সহ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন