বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের দু'দিনের সম্মেলন ও কাউন্সিল শেষে ৩৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ বাম রাজনীতিক বিমল বিশ্বাস, কার্যকরি সভাপতি অধ্যাপক ইসহাক শরীফ ও জাকির হোসেন রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শক্রবার সাতক্ষীরা সদর উপজেলার সম্মেলন কক্ষে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের ৩৫ সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেওয়া হয়। সম্মেলন আয়োজক কমিটির প্রধান ও সংগঠনের সহ সভাপতি এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি প্রেস ব্রিফিং অনুষ্ঠানে কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১২ নভেম্বর কেন্দ্রীয় সম্মেলন উদ্বোধন করেন বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সম্মেলন শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। সেখানে রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্টের দীর্ঘ আলোচনা শেষে হাউজে সকলের সম্মতি ক্রমে ৩৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন