সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে শাবনুর খাতুন (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন। একই সাথে বাল্য বিবাহ আয়োজন করায় ওই স্কুল ছাত্রীর বাবা আব্দুল প্রামানিককে ভ্রাম্যমান আদালতে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান এ দণ্ডাদেশ প্রদান করেন।
তাড়াশ থানার উপ-পরিদর্শক খাইরুল ইসলাম বাসার জানান, পাগলাপাড়া গ্রামের আব্দুল প্রামানিকের মেয়ে স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শাবনুরের সাথে পাশ্ববর্তী মাধাইনগর ইউনিয়নের জাহাঙ্গীরগাতী গ্রামে নসিম মুন্সীর ছেলে মতি মুন্সীর (১৭) বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কনের বাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িতে রান্নাসহ বরপক্ষকে আপ্যায়নের জন্য ব্যবস্থা চলছিল। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান খান বাল্য বিয়ে বন্ধ করেন দেন এবং বাল্য বিয়ে আয়োজন করায় কনের বাবা আব্দুল প্রামানিককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন