আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটে স্থানীয় যুবলীগ নেতা ফারুক ও সাবেক বিএনপি নেতা নুরু মোল্লা গ্রুপের মধ্যে সংর্ঘষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ডেমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল শেখকে আটক করেছে। জব্ধ করা হয়েছে তার লাইসেন্সকৃত বন্দুক ও গুলি।
বাগেরহাট সদর হাসপাতালে ভতিকৃতদের মধ্যে রয়েছেন ফারুক গ্রুপের মাহাতাব (২২) আয়ুব(৪২) মোস্তাফা (৪২) রফিকুল মোল্লা (৩৫) আজমল মোল্লা (১৭) জাহাংঙ্গীর (২৫) শারমিন (২৩)। অপরদিকে নুরু মোল্লা গ্রুপের আহতরা হলেন- মহিদ (৫০) তাজু শেখ (৫৬) কবীর মোল্লা ( ৩০) রোকা মোল্লা (৫০) রানী (২৩) ইয়াছিন (১৭) নুরু মোল্লা((৩২) মোস্তাফ (৪২) শরিফুল (৩৫) মোশা (২৯)।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কালিয়া গ্রামের ফারুক শেখ ও নুরু মোল্লার লোকাজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে লিপ্ত হয়। এ সময়ে উভয় পক্ষের ১৫/১৬ জন আহত হয়। পুলিশ সংর্ঘষের খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে আফজাল শেখ নামের এক ব্যক্তিকে আটক করে এবং তার লাইসেন্সকৃত বন্ধুক ও গুলিজব্দ করা হয়।
ওসি আরও জানান, গুরুতর আহতদের মধ্যে ৬ জনকে খুলনায় প্রেরণ করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব