ঘোড়াঘাটে চোখ তুলে নিয়ে পরশ সাহা (৪) নামে এক শিশুকে হত্যার প্রতিবাদে এলাকাবাসী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
আজ শুক্রবার দুপুরে এলাকাবাসীরা এ বিক্ষোভ মিছিল করে। এদিকে আটক আসামীদের মধ্যে এজাহারনামীয় ৫ জনকে ৭ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
নিহত শিশু পরশ সাহা ঘোড়াঘাট পৌর শহরের কাদিমনগর গ্রামের কেশব সাহার পুত্র।
এলাকাবাসীরা জানায়, শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ ঘোড়াঘাট শহরের শহীদ মিনার থেকে সর্বস্তরের মানুষের শোক র্যালি বের হয়ে একটি বিক্ষোভ মিছিলে পরিণত হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে ফিরে আসে। মিছিল শেষে বক্তব্য রাখেন আরসি পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ চক্র বর্তী, যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, আলীগ নেতা বেলালউদ্দিন, মোঃ শাফি প্রমুখ।
পুলিশ জানায়, এ ঘটনায় আটক ৭ জনের মধ্যে ঘোড়াঘাট পৌরসভার কাদিমনগর এলাকার ইয়াহিয়ার পুত্র মোঃ জিল্লুর রহমান (২০),ও তার স্ত্রী মোছাঃ শেফালী (৪৮), মোঃ কামাল হোসেনের পুত্র মোঃ মামুন (২১), মোঃ জাহিদুল ইসলামের পুত্র মোঃ ইব্রাহিম (১৯), মোঃ ফেরদৌসের স্ত্রী নুর বানু (৪৫) রিমান্ড নেয়া হয়েছে। এদের ৭ দিনের রিমান্ড নেয়া হয়েছে। রিমান্ডে অনেক তথ্য পাওয়া গেছে। শিঘ্রই প্রকৃত ঘটনা উন্মোচিত হবে।
এ ঘটনায় নিহত শিশুর পিতা কেশব সাহা ৭জনের নাম উল্লেখ করে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং-৪।
উল্লেখ্য নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার ঘোড়াঘাট শহরের কেতাব মোড় বড় কবরস্থান সংলগ্ন আমবাগান থেকে শিশু পরশ সাহা’র লাশ উদ্ধার করে পুলিশ। দিনাজপুরের ঘোড়াঘাটে এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিক্ষুদ্ধ এলাকাবাসী সন্দেহভাজন একই এলাকার কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন