ফেনীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন জেলা জাতীয় পার্টির সকল ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলার পরশুরামে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলেক্ষে আয়োজিত যুব সমাবেশে তিনি জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক কেবিএম জাহাঙ্গীর আলমকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহম্মেদ চৌধুরী সাজেল, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব