সন্ত্রাসীদের দাবিকৃত পিকনিকের জন্য ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সুধারামের সুফিপুর গ্রামে মাস্টার আবুল কালামের নবনির্মিত বিল্ডিংয়ে হামলা ও ওয়াল ভেঙ্গে দিয়েছে হৃদয়ের নেতৃত্বে একদল বখাটে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।
এ ঘটনায় সুধারাম থানার এসআই সোহেল আজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সত্যতা স্বীকার করেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
ক্ষতিগ্রস্ত নুর হোসেন বিএসসি জানান, গত ২/৩ দিন আগ থেকে স্থানীয় বখাটে হৃদয়ের নেতৃত্বে একদল বখাটে পিকনিকের কথা বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে গতকাল এ হামলার ঘটনা ঘটায়।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন